ইভেন্টস

শিক্ষকের বিদায় অনুষ্ঠান

নোটিশের তারিখ : ০২ Jul, ২০২২

মেধালয় (একটি পূর্ণাঙ্গ বিদ্যালয়) এর শিক্ষিকা শারমিন ইভা মিস উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য জার্মানিতে যাচ্ছেন। গত বৃহস্পতিবার বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়৷ তাঁর কন্যা মেধালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলভিনা বিনতে ইসলাম অল্প সময়ে মেধালয়ের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। তাঁর জন্য অনেক আশির্বাদ ও ইভা মিসের জন্য শুভকামনা।

এসময় মেধালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক সিলেটের চা-পাতা ও মহামূল্যবান বই ইভা মিস ও তাঁর কন্যা আলভিনা বিনতে ইসলামের হাতে তুলে দেন মেধালয়ের পরিচালক জনাব বিপ্লব দাশ স্যার ও অধ্যক্ষ জনাব রবীন্দ্র চন্দ্র সরকার স্যার। এসময় শিক্ষক শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।

আমরা মেধালয় পরিবার তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।