তারিখ : ১৭ ডিসেম্বর, ২০২২
মেধালয় একটি পূর্ণাঙ্গ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লাহিন আহমদের স্বরচিত ছড়া শুনে তাকে আশির্বাদ করতে আসেন সিলেটের বিশিষ্ট ছড়াকার ও নাট্যাভিনেতা প্রশান্ত লিটন। তিনি তাঁর ছড়াগ্রন্থ 'ছন্দ ছড়ায় কথা কথা' ও বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজনের ছড়াগ্রন্থ 'ক্ষেমতা নানার ছাতি' লাহিন আহমেদের হাতে তুলে দেন। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত লিটনকে আমাদের শিক্ষার্থীকে আশির্বাদ করে উৎসাহ প্রদান করার জন্য।
উল্লেখ্য, লাহিন আহমেদ সমাজ সেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবারে থেকে মেধালয়ে পড়ে।